Total Exam Attempts: 1 and this result from attempt number 1
Correct (55%)
Avoid (3%)
Wrong (43%)
Time : 60 Minutes. Total Questions : 40 Postive Mark For Every Question : 1 Negative Mark For Every Question : 0 Total Mark : 40 X 1 =
40
Basic Test
1) কোনটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি ?
i) নিবন্ধন পত্র
ii) চুক্তিপত্র
iii) অনুমতি পত্র
iv) ট্রেড লাইসেন্স
Your Answer: চুক্তিপত্র Correct Answer: চুক্তিপত্র
Explain : কারণ:
চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি।
2) ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হবে ?
i) ২
ii) ৭
iii) ১০
iv) ২০
Your Answer: ১০ Correct Answer: ১০
3) বাংলাদেশে প্রচলিত অংশীদারি ব্যবসায়ের আইন কত সালের ?
i) ১৯৩২
ii) ১৯১৩
iii) ১৮৪৪
iv) ১৯২০
Your Answer: ১৯৩২ Correct Answer: ১৯৩২
Explain : কারণ:
বর্তমানে বাংলাদেশে ১৯৩২ সালের অংশীদারি ব্যবসায়ের আইন দ্বারা পরিচালিত হচ্ছে।।
4) অংশীদারগণ প্রত্যেক মাসের মাঝামাঝি সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে। মোট উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হবে ?
i) ৫.৫ মাসের
ii) ৬ মাসের
iii) ৬.৫ মাসের
iv) ২.৫ মাসের
Your Answer: ৬ মাসের Correct Answer: ৬ মাসের
Explain : কারণ:
✅ মাসের প্রথমে উত্তোলন করলে ৬.৫ মাসের।
✅ মাসের মাঝামাঝি উত্তোলন করলে ৬ মাসের।
✅মাসের শেষে উত্তোলন করলে ৫.৫ মাসের।
✅তিন মাস অন্তর অন্তর উত্তোলন করলে ১.৫ মাসের।
✅দুই মাস অন্তর অন্তর উত্তোলন করলে ২.৫ মাসের।
5) অংশীদারি ব্যবসায় কোন ব্যবসায়ের অনুরূপ ?
i) একমালিকানা
ii) সমবায়
iii) কোম্পানি
iv) রাষ্ট্রীয়
Your Answer: কোম্পানি Correct Answer: একমালিকানা
6) আশা ও নিশা একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে ১৫০,০০০ টাকা ১,০০,০০০ টাকা। তারা মূলধনের ওপর ১০% সুদ ধার্য করে। আশা কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। আশা কী ধরনের অংশীদার ?
i) নামমাত্র অংশীদার
ii) নিষ্ক্রিয় অংশীদার
iii) সাধারণ অংশীদার
iv) প্রতিবন্ধ্ব অংশীদার
Your Answer: নামমাত্র অংশীদার Correct Answer: নিষ্ক্রিয় অংশীদার
7) চুক্তির অবর্তমানে অংশীদারদের প্রদত্ত ঋণের সুদের হার কত ?
i) ৬%
ii) ৫%
iii) ৮%
iv) ১০%
Your Answer: ৮% Correct Answer: ৬%
Explain : কারণ:
১৯৩২ সালের অংশীদারে আইনের নিয়ম অনুসারে যদি কোন অংশীদার কারবারের ঋণ প্রদান করে। তাহলে ঋণের ওপর সুদ সম্পর্কে কোনো কিছু উল্লেখ না থাকলে ৬% হারে সুদ ধার্য করতে হবে ।
10) কোন ব্যবসায় আইনগত পৃথক ও স্বাধীন সত্ত্বা নেই ?
i) কোম্পানি
ii) সমবায়
iii) রাষ্ট্রীয় কারবার
iv) অংশীদারি
Your Answer: অংশীদারি Correct Answer: অংশীদারি
11) অংশীদারি কারবারের উন্নয়নের প্রধান অন্তরায় কোনটি ?
i) অসীম দায়
ii) মূলধনের স্বল্পতা
iii) ব্যক্তিগত দ্বন্দ্ব
iv) অদক্ষ ব্যবস্থাপনা
Your Answer: অসীম দায় Correct Answer: অসীম দায়
12) অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণকে কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয় ?
i) সময় অনুপাতে
ii) একটি নির্দিষ্ট অনুপাতে
iii) মুনাফা বন্টন অনুপাতে
iv) অংশীদারি চুক্তি অনুযায়ী
Your Answer: অংশীদারি চুক্তি অনুযায়ী Correct Answer: অংশীদারি চুক্তি অনুযায়ী
a।কোনো অংশীদারের মৃত্যু হলে
b।কোনো অংশীদার দেউলিয়া হলে
c।কোনো অংশীদার পাগল হলে
13) অংশীদারি কারবারের বিলোপ ঘটে ?
i) ab
ii) ac
iii) bc
iv) abc
Your Answer: abc Correct Answer: abc
a। চুক্তি
b।একাধিক সদস্য
c।অসীম দায়
14) অংশীদারি ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য হল--
i) ab
ii) ac
iii) bc
iv) abc
Your Answer: abc Correct Answer: abc
15) অংশীদারি চুক্তিতে উত্তোলনের ওপর সুদ ধার্যের কথা উল্লেখ না থাকলে সুদের হার কত হবে ?
i) ৬.৫%
ii) ৬%
iii) ৫.৫%
iv) ০%
Your Answer: ৬% Correct Answer: ০%
Explain : কারণ:
✅উত্তোলনের ওপর সুর ধার্যের কথা বলা থাকলে শুধুমাত্র সুদ ধার্য করবো আর বলা না থাকলে সুদ ধার্য করবো না।
⏹️নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নটির উত্তর দাও :
ক,খ,গ তিনজন একটি কারবারের অংশীদার। তাদের লাভ লোকসান বন্টন অনুপাত যথাক্রমে ৫/১০, ৩/৮, ২/১৬। হিসাব বছর শেষে কারবারের মুনাফা হয়েছে ১,৬০,০০০ টাকা।
16) ক এর মুনাফা কত?
i) ২০,০০০ টাকা
ii) ৬০,০০০ টাকা
iii) ১,০০,০০০ টাকা
iv) ৮০,০০০ টাকা
Your Answer: ৮০,০০০ টাকা Correct Answer: ৮০,০০০ টাকা
⏹️নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নটির উত্তর দাও :
ক,খ,গ তিনজন একটি কারবারের অংশীদার। তাদের লাভ লোকসান বন্টন অনুপাত যথাক্রমে ৫/১০, ৩/৮, ২/১৬। হিসাব বছর শেষে কারবারের মুনাফা হয়েছে ১,৬০,০০০ টাকা।
17) যদি খ`গ `কে ন্যূনতম ৩০,০০০ টাকা মুনাফার নিশ্চয়তা দেয় তবে খ এর মুনাফার পরিমাণ কত হবে ?
i) ৩০,০০০ টাকা
ii) ৫০,০০০ টাকা
iii) ৬০,০০০ টাকা
iv) ৮০,০০০ টাকা
You didn't attempt Correct Answer: ৫০,০০০ টাকা
18) একটি অংশীদারি কারবারের৷ A,B ও C তিনজন অংশীদার। তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত ৩:২:১। বণ্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা হলে C এর মুনাফা কত ?
i) ৩০,০০০ টাকা
ii) ১৫,০০০ টাকা
iii) ৪৫,০০০ টাকা
iv) ৬০,০০০ টাকা
Your Answer: ১৫,০০০ টাকা Correct Answer: ১৫,০০০ টাকা
Explain : কারণ:
⏹️ বণ্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা।
C এর মুনাফা =৯০,০০০×১/৬
=১৫,০০০ টাকা।
19) উত্তোলনের সুদ অংশীদারি ব্যবসার জন্য কোন ধরনের হিসাব ?
i) ব্যায়
ii) আয়
iii) সম্পদ
iv) দায়
Your Answer: দায় Correct Answer: আয়
⏹️নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও।
A ও B একটি ব্যবসায়ের দুইজন অংশীদার । তাদের মুনাফা বন্টনের অনুপাত ৩:২। ২০২০ সালে B এর মাসিক বেতন ২৫০০ টাকা হারে ধার্য করার পূর্ববতী নিট মুনাফা ছিল ৭৫,০০০ টাকা। তারা ১/৫ অংশ হারে মুনাফা প্রদানের শর্তে C কে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে।
20) A,B,C এর নতুন মুনাফা বন্টন অনুপাত কত ?
i) ৫:৮:১২
ii) ৮:১২:৫
iii) ১২:৮:৫
iv) ১২:৫:৮
Your Answer: ৮:১২:৫ Correct Answer: ১২:৮:৫
⏹️নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও।
A ও B একটি ব্যবসায়ের দুইজন অংশীদার । তাদের মুনাফা বন্টনের অনুপাত ৩:২। ২০২০ সালে B এর মাসিক বেতন ২৫০০ টাকা হারে ধার্য করার পূর্ববতী নিট মুনাফা ছিল ৭৫,০০০ টাকা। তারা ১/৫ অংশ হারে মুনাফা প্রদানের শর্তে C কে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে।
21) B এর মুনাফার পরিমাণ কত ?
i) ১৮,০০০ টাকা
ii) ২৪,০০০ টাকা
iii) ৩০,০০০ টাকা
iv) ৪২,০০০ টাকা
Your Answer: ৩০,০০০ টাকা Correct Answer: ১৮,০০০ টাকা
22) টম ও জেরি দুইজন একটি ফার্মের অংশীদার। মূলধনের সুদ না ধরে তারা ব্যবসায়ের মুনাফা নির্ধারণ ও বন্টন করে। মূলধনের সুদ না ধরার ফলে তাদের হিসাবে কী প্রভাব পড়বে ?
i) মুনাফার অংশ বৃদ্ধি পাবে
ii) মুনাফার অংশ হ্রাস পাবে
iii) মুনাফা অপরিবর্তিত থাকবে
iv) কোন পরিবর্তন হবে না
Your Answer: মুনাফার অংশ বৃদ্ধি পাবে Correct Answer: মুনাফার অংশ বৃদ্ধি পাবে
23) কোনো অংশীদার প্রতি মাসের শুরুতে কারবার হতে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে মোট উত্তোলনের ওপর কত মাসের সুদ ধার্য করতে হবে ?
i) ৫ মাসের
ii) ৫.৫ মাসের
iii) ৬.৫ মাসের
iv) ৬ মাসের
Your Answer: ৫.৫ মাসের Correct Answer: ৬.৫ মাসের
24) অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার কোনটি প্রাপ্য হবে ?
i) মূলধনের সুদ
ii) ঋণের সুদ
iii) বেতন
iv) কমিশন
Your Answer: কমিশন Correct Answer: ঋণের সুদ
Explain : কারণ:
✅১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী কোন অংশীদার যদি কারবারীর ঋণ প্রদান করে তাহলে ওই ঋণের উপরে তাকে সুদ দিতে হবে চুক্তিতে বলা থাকলেও দিতে হবে বলা না থাকলেও দিতে হবে ।
25) চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা কিভাবে বন্টন করা হয় ?
i) মূলধন অনুপাতে
ii) যোগ্যতা অনুপাতে
iii) সমান অনুপাত
iv) পরিচালন কর্ম দক্ষতা অনুসারে
Your Answer: সমান অনুপাত Correct Answer: সমান অনুপাত
26) ABC তিনজন অংশীদার। মুনাফা বন্টনের অনুপাত ১/২,১/৩,১/৬ । মুনাফা ৩০,০০০ টাকা হলে C এর মুনাফা কত হবে ?
i) ৫০০০ টাকা
ii) ১০,০০০ টাকা
iii) ১২,৫০০ টাকা
iv) ১৫,০০০ টাকা
Your Answer: ৫০০০ টাকা Correct Answer: ৫০০০ টাকা
27) একটি অংশীদারি কারবারের চার্জ করার পূর্বের নিট মুনাফা ১,১০,০০০ টাকা কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার ১০% কমিশন হলে কমিশনের পরিমাণ কত হবে ?
i) ১০,০০০ টাকা
ii) ১১,০০০ টাকা
iii) ৯৯,০০০ টাকা
iv) ১,০০,০০০ টাকা
Your Answer: ১১,০০০ টাকা Correct Answer: ১০,০০০ টাকা
Explain : কারণ:
পরবর্তী কমিশন =নিট মুনাফা ×কমিশনের হার ÷ (শতকরা +মুফার হার)।
কমিশন =১,১০,০০০ ×১০÷১১০
=১০,০০০ টাকা
28) অনীক একজন ব্যবসায়ের অংশীদার হিসাবে ১০% কমিশন পাবেন। সেই কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার ওপর প্রদত্ত হবে ?
i) ১১০ টাকায় ১০ টাকা হারে
ii) ১০০ টাকায় ১০ টাকা হারে
iii) ৯০ টাকায় ১০ টাকা হারে
iv) ১০০ টাকায় ৯০ টাকা হারে
Your Answer: ১১০ টাকায় ১০ টাকা হারে Correct Answer: ১১০ টাকায় ১০ টাকা হারে
a।ডেবিট জের
b।ক্রেডিট জের
c।শূন্য জের
29) পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব দেখাতে পারে ?
i) ab
ii) bc
iii) ac
iv) abc
Your Answer: ab Correct Answer: ab
a।চলতি হিসাবে যাবে
b।লাভ-ক্ষতি আবণ্টন হিসাবে যাবে
c।অংশীদারদের মূলধন হিসাবে যাবে
30) পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে উত্তোলনের সুদ --
i) ab
ii) bc
iii) ac
iv) abc
Your Answer: bc Correct Answer: bc
31) অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বুঝায় ?
i) সম্পদ
ii) দায়
iii) মূলধন
iv) উত্তোলন
Your Answer: মূলধন Correct Answer: দায়
32) অংশীদারদের চলতি হিসেবে ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বুঝায় ?
i) সম্পদ
ii) দায়
iii) মূলধন
iv) উত্তোলন
Your Answer: মূলধন Correct Answer: সম্পদ
a।ডেবিট
b।ক্রেডিট
c।শূন্য
33) অংশীদারের চলতি হিসাবের উদ্বৃত্ত হতে পারে --
i) ab
ii) ac
iii) bc
iv) abc
Your Answer: ab Correct Answer: abc
a.মূলধনের সুদ
b.উত্তোলনের সুদ
c.অতিরিক্ত মূলধন
34) অংশীদারদের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে---
i) ab
ii) ac
iii) bc
iv) abc
Your Answer: bc Correct Answer: ab
35) A,B,C তিনজন অংশীদার। তাদের মুনাফা বন্টন অনুপাত হলো ২:২:১। ব্যবসায়ের প্রয়োজনে C ৩১ মার্চ ১০,০০০ টাকা ঋণ প্রদান করেন। C এর ঋণের সুদের পরিমাণ কত হবে
36) অংশীদারের বেতন ডেবিট করার পর উল্লেখ থাকলে। বেতন কোথায় আসবে না ?
i) লাভ-লোকসান বণ্টন হিসাব
ii) পরিবর্তনশীল মূলধন হিসাব
iii) চলতি হিসাব
iv) মূলধন হিসাব
Your Answer: লাভ-লোকসান বণ্টন হিসাব Correct Answer: লাভ-লোকসান বণ্টন হিসাব
37) কোনো অংশীদার ব্যবসায় থেকে তিন মাস অন্তর অন্তর নগদ টাকা উত্তোলন করলে উত্তরণের উপর কত মাসের সুদ ধার্য করতে হবে ?
i) ৬.৫ মাসের
ii) ৫.৫ মাসের
iii) ২.৫ মাসের
iv) ১.৫ মাসের
Your Answer: ১.৫ মাসের Correct Answer: ১.৫ মাসের
38) কোন অংশীদার দুই মাস অন্তর অন্তর প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করলে উত্তোলনের উপরে কত মাসের সুদ ধার্য করতে হবে ?
i) ৬.৫ মাসের
ii) ৫.৫ মাসের
iii) ২.৫ মাসের
iv) ১.৫ মাসের
Your Answer: ২.৫ মাসের Correct Answer: ২.৫ মাসের
39) কোন উত্তোলনের উপরে সুদ ধার্য করা হয় না ?
i) মাসিক
ii) বাৎসরিক
iii) নগদ
iv) পণ্য
Your Answer: পণ্য Correct Answer: পণ্য
40) পাপ্পু প্রীতম দুজন অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তারা ৩:২ অনুপাতে লাভ লোকসান বন্টন করে। পাপন ১/৫ অংশের অংশীদার হিসাবে তাদের কারবারে যোগ দিল। তাদের লাভ ক্ষতির নতুন অনুপাত কত হবে ।