39) একটি প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয় ৫,০০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ১,২০,০০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত?
i) ১,২০,০০০ টাকা
ii) ৩,৮০,০০০ টাকা
iii) ৫,০০,০০০ টাকা
iv) ৬,২০,০০০ টাকা
You didn't attempt Correct Answer: ৬,২০,০০০ টাকা
40) একটি প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয় ৪,৫০,০০০ টাকা এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ৬,০০,০০০ টাকা হলে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?
i) ১,৫০,০০০ টাকা
ii) ৪,৫০,০০০ টাকা
iii) ৬,০০,০০০ টাকা
iv) ১০,৫০,০০০ টাকা
You didn't attempt Correct Answer: ১,৫০,০০০ টাকা
জানুয়ারি-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০০ একক প্রতি একক ১০ টাকা,
জানুয়ারি-১৫ মাল ক্রয় ৮০০০ একক প্রতি একক ১২ টাকা,
জানুয়ারি-২৫ মাল বিক্রয় ৭০০০ একক প্রতি একক 15 টাকা,
41) আগে আসে আগে যায় পদ্ধতিতে সমাপনী মজুদ মূল্য কত?
i) ৩৬,০০০ টাকা
ii) ৩০,০০০ টাকা
iii) ২০,০০০ টাকা
iv) ১০,০০০ টাকা
You didn't attempt Correct Answer: ৩৬,০০০ টাকা
জানুয়ারি-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০০ একক প্রতি একক ১০ টাকা,
জানুয়ারি-১৫ মাল ক্রয় ৮০০০ একক প্রতি একক ১২ টাকা,
জানুয়ারি-২৫ মাল বিক্রয় ৭০০০ একক প্রতি একক 15 টাকা,
42) আগে আসে আগে যায় পদ্ধতিতে বিক্রিতপন্যের ব্যয়ের পরিমাণ কত?
i) ২০,০০০ টাকা
ii) ৬০,০০০ টাকা
iii) ৮০,০০০ টাকা
iv) ৯৬,০০০ টাকা
You didn't attempt Correct Answer: ৮০,০০০ টাকা
শাওন কোম্পানি জানুয়ারি ২,১০ ও ২০ তারিখে যথাক্রমে ১০০ একক ৫.০০ টাকা, ১২০ একক ৫.৫০ টাকা এবং ১৫০ একক ৬ টাকা হারে কাঁচামাল ক্রয় করেন।
43) " আগের মূল্যের মাল আগে যাবে " পদ্ধতিতে ২২ তারিখে ৮০ একক মাল ইস্যু করলে একক প্রতি মূল্য কত টাকা হবে?
i) ৫.৫০
ii) ৫.০০
iii) ৫.৭৫
iv) ৬.০০
You didn't attempt Correct Answer: ৫.০০
শাওন কোম্পানি জানুয়ারি ২,১০ ও ২০ তারিখে যথাক্রমে ১০০ একক ৫.০০ টাকা, ১২০ একক ৫.৫০ টাকা এবং ১৫০ একক ৬ টাকা হারে কাঁচামাল ক্রয় করেন।
44) মাসের শেষে ৭০ একক মজুদ থাকলে -
1. আগের মূল্যের মাল আগে যাবে পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য হবে ৪২০ টাকা।
2. পরের মূল্যের মাল আগে যাবে পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য হবে ৩৫০ টাকা।
3. ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য হবে ৩৯০ টাকা।
i) ১ ও ২
ii) ২ ও ৩
iii) ১ ও ৩
iv) ১, ২ ও ৩
Your Answer: ১ ও ২ Correct Answer: ১ ও ৩
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে ১লা মে তারিখে ২০ টাকা দরে ২০০ কেজি দ্রব্য মজুদ ছিল। ১০ মে তারিখে ১০০ কেজি ইস্যু করে। ১৫ মে ২৫ টাকা দরে ৩০০ কেজি দ্রব্য ক্রয় করে।
45) ১৫ মে তারিখে FIFO পদ্ধতিতে গুদামে রক্ষিত পণ্যের মূল্য কত?
i) ৪০০০ টাকা
ii) ৯৫০০ টাকা
iii) ১০,০০০ টাকা
iv) ১১,৫০০ টাকা
You didn't attempt Correct Answer: ৯৫০০ টাকা
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে ১লা মে তারিখে ২০ টাকা দরে ২০০ কেজি দ্রব্য মজুদ ছিল। ১০ মে তারিখে ১০০ কেজি ইস্যু করে। ১৫ মে ২৫ টাকা দরে ৩০০ কেজি দ্রব্য ক্রয় করে।
46) ১০ মে তারিখেই ইস্যুকৃত পণ্যের মূল্য কত?
i) ২০০০ টাকা
ii) ২২৫০ টাকা
iii) ২৫০০ টাকা
iv) ২৭৫০ টাকা
You didn't attempt Correct Answer: ২০০০ টাকা
47) নিচের কোনটি মজুদ পরীক্ষার ভিত্তি ?
a)মাল খতিয়খতিয়ান
b)বিন কার্ড
c)সরল গড় পপদ্ধতি
i) a
ii) b
iii) c
iv) ab
Your Answer: ab Correct Answer: b
48) মজুদ নিয়ন্ত্রণের আদর্শ বহি হিসাব কাজ করে থাকে _